গোপালগঞ্জের গোপিনাথপুর ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

গোপালগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপিনাথপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ চত্বরে এই সম্মেলন শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শেষ হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক জেলা যুবদলের সভাপতি সিকদার শিহদুল ইসলাম লেলিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফজলুল কবির দারা, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক তুহিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, এবং সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন।
সম্মেলনে বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় করার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত না হলে বৃহৎ রাজনৈতিক আন্দোলন সফল করা সম্ভব নয়। দলীয় ঐক্য, জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের ওপর নেতারা বিশেষভাবে গুরুত্ব দেন।
সম্মেলনে সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩৫০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে দলীয় অবস্থান তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীদের মতে, ইউনিয়ন পর্যায়ের এই ধরনের সম্মেলন সংগঠনের ভিতকে শক্তিশালী করে এবং ভবিষ্যৎ রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীদের প্রতি। রাজনৈতিক সচেতনতায় এ ধরনের কর্মসূচি মাঠপর্যায়ে সক্রিয়তা ফেরাতে সহায়ক হবে বলেও তাঁরা মনে করেন।