প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ৬:২৭ এ.এম
গোপালগঞ্জে স্বাস্থ্যসেবায় নৈরাজ্য: ব্যাঙের ছাতার মতো ক্লিনিক,ও ডায়াগনস্টিক সেন্টার -নেই নজরদারি।

গোপালগঞ্জে স্বাস্থ্যসেবায় চরম নৈরাজ্য বিরাজ করছে। জেলার শহর ও আশপাশে অর্ধশতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠলেও বেশিরভাগেরই নেই প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন।
এদিকে জেলার একমাত্র উন্নত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও মানুষ আশানুরূপ সেবা পাচ্ছে না বলে অভিযোগ। ফলে চিকিৎসা নিতে সাধারণ রোগীরা বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন।
স্থানীয়দের অভিযোগ, নামী চিকিৎসকেরাও নিয়মিত সরকারি দায়িত্বের বাইরে এসব বেসরকারি প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন। এতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মান প্রশ্নের মুখে পড়েছে।
সূত্র জানায়, অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নেই সিভিল সার্জন অফিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর বা ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন। এসব প্রতিষ্ঠান কার্যত সরকারি নজরদারির বাইরে পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্যসচেতন মহলের দাবি, অনিয়ন্ত্রিত ও অবৈধ এই বেসরকারি স্বাস্থ্যসেবার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin