প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ১১:৫২ এ.এম
গোপালগঞ্জ মেডিকেল কলেজে আনসার ও হাসপাতাল স্টাফদের মধ্যে উত্তেজনা, তদন্তে কমিটি গঠন

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনসার বাহিনীর সদস্য ও হাসপাতালের স্টাফদের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রাতের কোনো এক সময়, যখন আনসার বাহিনীর এক সদস্য কর্তৃক হাসপাতালের একজন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠে।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে এক স্টাফকে কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে আনসার সদস্যের বিরুদ্ধে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন সহকর্মী আনসার সদস্য দস্য মজিবুর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং তিনিও মারধরের শিকার হন।
পরবর্তীতে উত্তেজিত আনসার সদস্যরা হাসপাতালের তিনজন স্টাফকে টেনে হিঁচড়ে নিয়ে যান আনসার ডরমেটরিতে, যা পুরো হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়, যা প্রতিহত করতে দ্রুত পদক্ষেপ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মন্ডল এবং সহকারী পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে এবং তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে সকলকে আহ্বান জানায়, যেন কেউ গুজব বা উত্তেজনাকর আচরণে লিপ্ত না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলে সচেতন ভূমিকা পালন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin