“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫।
বৃহস্পতিবার (২৬ জুন) দিনব্যাপী এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি শহরের সর্বস্তরের মানুষকে একত্রিত করে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়।
দিবসটি শুরু হয় সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে র্যালির মাধ্যমে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয় এ শোভাযাত্রা। পরে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকবিরোধী সামাজিক আন্দোলনই পারে এই ব্যাধিকে নির্মূল করতে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
পুলিশ সুপার কাজী এহসানুল কবির
সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ
আলোচনায় অংশ নিয়ে তাঁরা মাদকসেবনের ক্ষতিকর দিক, এর প্রতিরোধে পারিবারিক ভূমিকা এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শিরীন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা, এনজিও প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনের শেষাংশে সাংস্কৃতিক পরিবেশনা শহরের মানুষের মধ্যে ছড়িয়ে দেয় মাদকবিরোধী এক শক্তিশালী বার্তা।