প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৮:৫০ এ.এম
গৌরনদীতে বাস দুর্ঘটনায় আহত ১০ জন

গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় সংলগ্ন এলাকায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস গৌরনদীর বামরাইল ও বাটাজোড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালে সামনে থাকা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে এই দুর্ঘটনা ঘটে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin