আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায়, মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
এই সভার মূল উদ্দেশ্য হলো ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণ করা।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা উপস্থিত থেকে আকাশ পর্যবেক্ষণ এবং প্রাপ্ত তথ্যের আলোকে নতুন হিজরি মাসের সূচনা এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনসমূহের সঠিক তারিখ নিশ্চিত করবেন।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে, দেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ কোথাও দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা নিচের প্রদত্ত নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।