প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৮:২০ এ.এম
যুদ্ধবিরতির মধ্যেও ইরানে ইসরাইলের ‘অপতৎপরতা’ দাবি তেহরানের

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের অভ্যন্তরে ইসরাইল নানা ধরনের গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান।
দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সংস্থাগুলো টেলিফোন ও যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুপ্তচরবৃত্তির চেষ্টা করছে এবং ইরানিদের বিভ্রান্ত করতে ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে জানানো হয়, ইসরাইলের পক্ষ থেকে চালানো এসব কর্মকাণ্ড ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে কাজ করার জন্য বিদেশি শক্তির হয়ে কাজ করছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।’
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইতোমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, টানা ১২ দিনব্যাপী সংঘাতের পর ইরান ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশ মঙ্গলবার এই সিদ্ধান্তে পৌঁছায়।
এর আগে ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে আক্রমণ শুরু করে ইসরাইল। পাল্টা জবাবে ১৪ জুন থেকে ইরানও হামলা চালাতে শুরু করে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত ৬০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫,০০০ জন।
যুদ্ধবিরতির পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী চীন সফরেও গেছেন, যা দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin