প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৭:৪৭ এ.এম
গোপালগঞ্জে মাহেন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে উল্টে নিহত ১, আহত ৫

গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জুন) রাত প্রায় ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারহাট বাজার এলাকায়, গোপালগঞ্জ টেকেরহাট সড়কে।
নিহত হাফিজুর মোল্লা (৫০) গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, রাতের দিকে একটি যাত্রীবাহী মাহেন্দ্র গোপালগঞ্জ শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে উলপুরের দিকে যাচ্ছিল।
গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে হাফিজুর মোল্লা ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য পাঁচ যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ওসি মির মোঃ সাজেদুর রহমান আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা এবং বিশেষ করে যাত্রীবাহী যানবাহনে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা প্রায়শই ঘটছে। সড়ক নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতার অভাব এবং যানবাহনের অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।
সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রয়োজন সঠিক নিয়ম ও আইন মেনে চলা এবং যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ। এ ধরনের দুর্ঘটনা কমাতে সকলের সচেতনতা জরুরি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin