জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল ২৬ জুন বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
ছাত্রদল দাবি করেছে, জুলাই আন্দোলনে হামলাকারীদের দ্রুত বিচার, অবৈধভাবে নিয়োগ দেওয়া ছাত্রলীগ কর্মীদের পদ বাতিল এবং অস্ত্র উদ্ধারের মামলা দায়ের করা হোক।
অবস্থান কর্মসূচিতে হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ বলেন, “১১ মাস পেরিয়ে গেলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। হামলাকারীরা ক্যাম্পাসে স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই ন্যূনতম শাস্তি দেওয়া হোক।”
তিনি আরও বলেন, “বিচারে বিলম্ব হলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব।”
২০২৪ সালের ১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শুরু হওয়া ওই আন্দোলনের তদন্তে সাত মাসেরও বেশি সময় পার হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি।