প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৭:৪০ এ.এম
জাককানইবি’ তে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এর এক বছর পূর্তি উদযাপনে কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান-এর এক বছর পূর্তি উপলক্ষে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্র উপদেষ্টা ড. মো. আশরাফুল আলম। বাকি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা।
কমিটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি আয়োজন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, ২০২৪ সালের গণআন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin