ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মো. শাহজাহান

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, “রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। এই রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দিতে হলে আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে—যেমন হয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে।”
বুধবার বিকেলে নোয়াখালীর মাইজদীতে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে এলাকায় ফিরে এটাই ছিল তার প্রথম রাজনৈতিক বক্তব্য।
তিনি বলেন, ৫ আগস্টের আন্দোলনের সময় মানুষ বিশ্বাস করেছিল রাষ্ট্রের মালিকানা তাদের হাতে ফিরেছে। কিন্তু মতপার্থক্যের কারণে সেই আশা ধরে রাখা যায়নি। এখন সময় এসেছে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার।
তিনি আরও বলেন, “আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনই একমাত্র সমাধান, যেখানে সব দল অংশ নিতে পারবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।