বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যে রাঙামাটির বিলাইছড়িতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।
বুধবার সকালে র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, থানার ওসি মানস বড়ুয়া, কৃষি কর্মকর্তা ওমর ফারুকসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জনের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়িয়ে শিশুদের মাধ্যমে পরিবারকে উদ্বুদ্ধ করতে হবে। পরিবেশবান্ধব গাছ রোপণের দিকেও জোর দেন তারা।
সভায় ইউএনও মামুনুল হক বলেন, বিলাইছড়িকে একটি পরিচ্ছন্ন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। পলিথিন নিষিদ্ধে বাজার থেকে শুরু করে সবার ব্যক্তিগত সচেতনতা জরুরি। তিনি নিজেও পলিথিন ব্যবহার পরিহার করার ঘোষণা দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, “আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তাহলে একদিন এই বিলাইছড়ি হবে একটি দৃষ্টান্তমূলক পরিচ্ছন্ন উপজেলা।”