প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ২:০৬ পি.এম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

মামুনুর রহমান সিকদার জুয়েল, গোপালগঞ্জ।। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ জুন) গোপালগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান। তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, “প্লাস্টিক দূষণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি। এর বিরুদ্ধে আমাদের এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি আরো বলেন, “প্লাস্টিক দূষণ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্যও হুমকিস্বরূপ। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং টেকসই পরিবেশ নিশ্চিতে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মোহাম্মদ রাশেদুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন এস. এম. তারেক সুলতান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
আলোচনায় বক্তারা প্লাস্টিকের দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। আলোচনার শেষে পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ড গ্রহণ, প্রতিযোগিতা আয়োজন, পুরষ্কার বিতরণ ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin