“প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (৫ জুন) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, “প্লাস্টিক দূষণ এখন একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আমাদেরকে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অভ্যস্ত হতে হবে। একইসঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।” তারা আরও বলেন, “পরিবেশ সংরক্ষণে আগামী প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে এই বার্তা পৌঁছে দেওয়াই হবে প্রকৃত সফলতা।”
আলোচনা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে আগ্রহ ও সৃজনশীলতা উপস্থিত অতিথিদের মাঝে প্রশংসা কুড়ায়।
প্রসঙ্গত, জাতিসংঘ ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী পালিত হয়। ২০২৫ সালের প্রতিপাদ্য ছিল “প্লাস্টিক দূষণ রোধে সমাধানের পথে।” বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ঘিরে সচেতনতামূলক নানা কার্যক্রম গ্রহণ করা হয়।
নড়াইলে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শুধু প্রতীকী না হয়ে বাস্তব পরিবর্তনের পথ তৈরি করবে।