প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৬:০৮ এ.এম
বাকৃবিতে ছাত্রলীগ-আওয়ামীলীগের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগ ও আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিচার এবং প্রশাসনের ‘নিষ্ক্রিয়তার’ প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখা।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কে.আর মার্কেট হয়ে শেষ হয় টিএসসিসি চত্বরে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রদল সমর্থিত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভে বক্তৃতা দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে, এবং আওয়ামী লীগের মদদপুষ্ট কর্মকর্তারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন। অথচ প্রশাসন কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, বরং নিরব দর্শকের ভূমিকা পালন করছে।”
তিনি দাবি করেন, “যারা অতীতে বিশ্ববিদ্যালয়জুড়ে সহিংসতা ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের অবিলম্বে বিচার করতে হবে। এদের বিচারের আওতায় না আনলে ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।”
এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ে দ্রুত বাকসু (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের দাবিও জানান। বক্তারা বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলছি—একটি অংশগ্রহণমূলক ও কার্যকর ছাত্র সংসদ গঠন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।”
বাকৃবিতে ছাত্ররাজনীতি দীর্ঘদিন ধরে উত্তপ্ত। ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ইতিহাস রয়েছে। বেশ কয়েক বছর ধরে বাকসু নির্বাচন না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব বঞ্চিত। এ অবস্থায় ছাত্রদলের বিক্ষোভ নতুন করে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin