নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণকাজ চলাকালে খাট সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমির হোসেন শামীম (১৩) নামে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম স্থানীয় চরএলাহী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি একই এলাকার সোলেমান মিস্ত্রি বাড়ির প্রবাসী আজগর হোসেন সুজনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে প্রবাসী সুজনের বসতঘরের চারপাশে মাটি সিমেন্ট দিয়ে পাকাকরণের কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ভেতরের একটি কক্ষ থেকে খাট সরাচ্ছিলেন শামীম ও তার মা। এসময় অসাবধানতাবশত খাটটি তাদের হাত ফসকে গিয়ে ঘরের মাঝখানে থাকা একটি টিনের বেড়ার ওপর পড়ে। ওই বেড়ায় বিদ্যুতের তার সংযোগ থাকায় তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিস্থিতি ভয়াবহ দেখে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। তার মা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শামীমের এমন অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্কুলশিক্ষার্থীদের চোখে জল আর প্রতিবেশীদের মুখে বিষাদের ছাপ স্পষ্ট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”