প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ২:১২ পি.এম
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতির সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট গবেষক আনিসুর রহমান আনিস।
সোমবার (২৩ জুন) সকাল ১০টায় ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে আনিসুর রহমান ইউজিসি চেয়ারম্যানের হাতে ‘জিয়া সমগ্র’ নামক গবেষণাগ্রন্থটি তুলে দেন। বইটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, আদর্শ ও রাষ্ট্রদর্শনকে ঘিরে নির্মিত একটি বিশ্লেষণধর্মী গবেষণাপত্র।
সাক্ষাৎকালে অধ্যাপক ড. ফায়েজ ‘জিয়া সমগ্র’ গ্রন্থটির গবেষণা মান ও প্রকাশনাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসা করে বলেন, “একজন রাষ্ট্রনায়কের জীবন ও আদর্শ নিয়ে গবেষণাধর্মী কাজ জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে। “জিয়া সমগ্র” নিঃসন্দেহে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণাভিত্তিক প্রকাশনা বৃদ্ধি পাওয়া প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা ইতিহাস ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের বিষয়ে সম্যক ও বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জন করতে পারে।
‘জিয়া সমগ্র’ গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন গবেষক গোলাম কাদের, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. সগিরুল ইসলাম মজুমদার, ড. মশিউর রহমান, আজিজুল হাই এবং মশিউর রহমান মিলন। বইটিতে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, প্রশাসনিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক দর্শন, আন্তর্জাতিক কূটনীতি ও আত্মত্যাগ বিশ্লেষণধর্মীভাবে তুলে ধরা হয়েছে।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুকিত খান জুয়েল, সহসভাপতি মাহফুজুর রহমান সবুজ, প্রচার সম্পাদক আজিম হোসেন এবং ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা নান্নু।
সাক্ষাৎ শেষে ইউজিসি চেয়ারম্যান ড. ফায়েজ শহীদ জিয়া গবেষণা পরিষদকে গবেষণায় প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক ভবিষ্যতের গবেষণা সহযোগিতা, জাতীয় ইতিহাস সংরক্ষণ ও উচ্চশিক্ষায় মৌলিক জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin