প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ১:২৯ পি.এম
ইসলামী ব্যাংক লুটপাট: ১০ কর্মকর্তার বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

নিয়মবহির্ভূত ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দুদকের আবেদনে জারি হলো নিষেধাজ্ঞা।
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে অনিয়ম ও লুটপাটের অভিযোগে ব্যাংকের ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
কারা আছেন নিষেধাজ্ঞার তালিকায়?
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, কর্মকর্তা মিফতাহ উদ্দিন, মোহাম্মদ ইহসানুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল কবির, মুহাম্মদ কায়সার আলী, তাহের আহমেদ চৌধুরী, মোহাম্মদ মোস্তাক আহমেদ, হোসেন মোহাম্মদ ফয়সাল, আহমেদ জুবায়েতুল হক এবং এস. এম. তানভির হাসান।
অভিযোগ কী?
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আবেদন করে জানান, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মবহির্ভূতভাবে বড় অংকের ঋণ দেওয়ার পেছনে এই কর্মকর্তারা জড়িত। তদন্তের সময় পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করছেন। ফলে তারা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।
এই পরিস্থিতিতে সুষ্ঠু অনুসন্ধান বজায় রাখতে এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়ে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin