শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

মাগুরার শ্রীপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সচেতনতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। সংস্থার উদ্যোগে এবং জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
গোয়ালপাড়া জোড়া ব্রিজ থেকে কালিনগর বাজার সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশে খেজুর ও হরহর গাছের বীজ বপনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তাসহ সমাজসেবীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জী। সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক এবং জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির জেলা সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কাজী আপ্তাব হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আওয়াল, কাজলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ইনছান আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
সভাপতি মোঃ আব্দুল্লাহ বলেন, “আমরা প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ফাঁকা রাস্তা ও এলাকায় বনজ ও ফলজ গাছের চারা রোপণ করেছি। আমাদের লক্ষ্য শুধু পরিবেশ রক্ষা নয়, সমাজে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বাড়িয়ে তাদের ক্ষমতায়িত করাও।”
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ পরিবেশ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় প্রশাসন এমন উদ্যোগকে সময়োপযোগী এবং প্রশংসনীয় বলে উল্লেখ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরণের উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন।