গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় সিএসএস-এমএফপি’র আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ হাফিজুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার, গোপালগঞ্জ অঞ্চল। অনুষ্ঠানে ৬ জন কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীকে প্রাইজবন্ড ও সম্মাননা তুলে দেওয়া হয়। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নিপু বিশ্বাস, পথিক পাল, আব্দুল আজিজ খান, সুপ্রিয়া রঙ্গ, অন্তরা মন্ডল ও শিবনাথ বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, “দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তোমাদের সফলতা আমাদের জন্য গর্বের বিষয়। মনোযোগ ও পরিশ্রম অব্যাহত রাখো এবং দেশের সেবায় নিজেকে প্রস্তুত করো।” তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করে তাদের আগামীর জন্য শুভকামনা জ্ঞাপন করেন।
গোপালগঞ্জে এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়ে যুবসমাজে ইতিবাচক প্রভাব পড়ছে।
শিক্ষাবিষয়ক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও কৃতিত্বের স্বীকৃতিতে সিএসএস-এমএফপি’র ভূমিকা প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একসাথে কাজ করে এই ধরনের উদ্যোগগুলোকে সমর্থন করে যাচ্ছে।