প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ১০:৫১ এ.এম
গোপালগঞ্জে ধর্মান্তরিত হয়ে অত্যাচারিত হওয়ার প্রতিবাদে এবং ন্যায্য অধিকার ফিরে পেতে ভুক্তভোগীর সংবাদ-সম্মেলন

গোপালগঞ্জে ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করার ‘অপরাধে’ নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। ন্যায্য অধিকার ও নিরাপত্তা ফিরে পেতে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী তুবা আলমগীর (পূর্ব নাম: অনামিকা সাহা)।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ ও একজন মুসলিম যুবক আলমগীর বিশ্বাসকে বিয়ে করার পর থেকেই শুরু হয় তার জীবনের দুঃসহ অধ্যায়। তার অভিযোগ, তার সাবেক ভাশুর, দেবর এবং নিজের মেয়ের প্রেমিক ও জামাতা মিলে তাকে নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া এবং ঘরছাড়া করে দেয়।
তুবা বলেন, “২০১৯ সালে স্বামী অসীম সাহা মারা যাওয়ার পর দুই কন্যা সন্তান নিয়ে শুরু হয় আমার জীবন সংগ্রাম। সম্পত্তির লোভে স্বামীর ভাইয়েরা আমার নামে অপপ্রচার ছড়ায় এবং একপর্যায়ে দোকান থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল চুরি করে নেয়। বিষয়টি টুঙ্গিপাড়া থানায় ডায়েরিও করা হয়েছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালে আমার বড় মেয়ে লাবণ্য সাহা নিজের প্রেমিক গৌরব সাহার সঙ্গে পালিয়ে যায়। যাওয়ার আগে দোকান থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও ৫ লক্ষ টাকা নিয়ে যায়।”
এই ঘটনায় একদিকে যেমন তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েন, অন্যদিকে মেয়ের সঙ্গে ঘরছাড়া হওয়ার পর নিজ পরিবারের পক্ষ থেকেও নানামুখী হুমকি ও নির্যাতনের শিকার হন।
তুবা আলমগীর বলেন, “ইসলামের প্রতি টান থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এক মুসলিম যুবককে বিয়ে করেছি। কিন্তু ধর্মান্তরিত হওয়ায় আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। আমার দোকানে তালা লাগিয়ে দিয়েছে। এখন আমি আমার জীবন ও সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।”
তিনি আরও বলেন, “দোকানের ভেতরে থাকা গহনার অর্ডার দিতে না পারায় ক্রেতারা হুমকি দিচ্ছে। অথচ দোকানের সিন্দুক খুলতে পারছি না। আমার নিজের পরনের কাপড়-চোপড় পর্যন্ত নিতে দিচ্ছে না তারা।”
সংবাদ সম্মেলনে তুবা আলমগীর প্রশাসনের প্রতি আকুতি জানান—“আমার কি ধর্ম পরিবর্তনের অধিকার নেই? আমি কি জীবনের নিরাপত্তা পাবো না?” তিনি তার সম্পদ, ব্যবসা ও নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin