প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ১০:৪৫ এ.এম
জামালপুর মে মাসের জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম মেষ্টা দ্বিতীয় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ব্যতিক্রমী সফলতা দেখিয়েছে জামালপুর জেলার দুটি ইউনিয়ন পরিষদ। সদরের মেষ্টা ইউনিয়ন মে মাসে জেলার মধ্যে সর্বোচ্চ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে প্রথম স্থান অর্জন করেছে, আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন। জেলা প্রশাসন এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ উভয় ইউনিয়নকে পুরস্কৃত করেছে।
জামালপুর জেলার ৬৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উপর ভিত্তি করে প্রাপ্ত স্কোরে মেষ্টা ইউনিয়ন অর্জন করেছে ১১৭.২৮%, নিলক্ষিয়া ১১৬.৪৪% এবং তৃতীয় স্থান দখল করেছে শ্রীপুর ইউনিয়ন ১১৬.৪১% স্কোরে।
এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন স্থানীয় সরকার বিভাগের জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, “জনগণকে নিবন্ধন বিষয়ে সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্যাম্প এবং প্রশিক্ষণ আয়োজন করা হয়।”
জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি ইউনিয়নে ক্যাম্পেইন পরিচালিত হয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং উদ্যোক্তাদের নিয়ে একাধিক সভা-সেমিনার আয়োজন করা হয়, যেখানে নিবন্ধনের গুরুত্ব ব্যাখ্যা করা হয়।
এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিলক্ষিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার ইসলামকে শতভাগ প্রমাপ অর্জনের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নিলক্ষিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, “এই সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চেষ্টা করবো এই ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে।”
জন্ম ও মৃত্যু নিবন্ধনের এই উদ্যোগ কেবল পরিসংখ্যানগত সাফল্য নয়, বরং নাগরিক অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
প্রাসঙ্গিক কীওয়ার্ড: জন্ম মৃত্যু নিবন্ধন, জামালপুর ইউনিয়ন পরিষদ, মেষ্টা ইউনিয়ন, নিলক্ষিয়া ইউনিয়ন, জেলা প্রশাসক জামালপুর, জন্মনিবন্ধন ক্যাম্পেইন, ইউনিয়ন পরিষদ সফলতা
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin