বিয়ে কী জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করে? জেনে নিন বিজ্ঞ আলেমের মতামত

ইসলামে ইলম (জ্ঞান) অর্জন একটি গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব। তবে অনেক সময় মুসলিম যুবক-যুবতীরা দ্বিধায় পড়ে যান—বিবাহ আগে করব, নাকি ইলম অর্জনে মনোযোগ দেব? ইলমের পথে বিবাহ কী বাধা সৃষ্টি করে?
এ নিয়েই একসময় প্রশ্ন করা হয়েছিল প্রখ্যাত সৌদি আলেম শাইখ সালেহ আল-উসায়মিন (রহিমাহুল্লাহ)-কে।
প্রশ্ন ছিল—”বিবাহ কি ইলম অর্জনের পথে বাধা সৃষ্টি করে?”
শাইখ প্রশ্নের জবাব ছিল নিম্নরূপ:
“বিবাহ ইলম অর্জনে বাধা সৃষ্টি করে না, বরং ইলম অর্জনে সাহায্য করতে পারে। বিবাহের মাধ্যমে একজন পুরুষ এমন স্ত্রী পেতে পারে যে কিনা তাকে লেখা ও পড়ার মাধ্যমে ইলম অর্জনে সাহায্য করবে। যদি সে তা না পারে তাহলে অন্তত; তার মন থেকে বিবাহের দুশ্চিন্তা দূর করতে পারবে।
তালেবে ইলমকে ঘরের কিছু কাজ করতে হয়, স্ত্রী সেগুলো করে দিয়ে স্বামীর জন্য কিছুটা সময় বাঁচিয়ে দেবে। এভাবে স্ত্রী স্বামীর জন্য ইলম অর্জনে প্রয়োজনীয় শান্তিপূর্ণ ও উপযোগী পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।
সুতরাং যুবকদের প্রতি আমার উপদেশ হলো; তাদের উচিত বিবাহ করা, কারণ এতেই লুকিয়ে রয়েছে বহুবিধ কল্যাণ আর রাসূল ﷺ -এর আদেশ গ্রহণের দৃষ্টান্ত এবং তাঁর ও সাহাবিগণের সুন্নাহর অনুসরণ।” [সূত্র: ইসলামকিউএ.ইনফো]
বিবাহ ও ইলম—পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক । ইসলামে ইলম অর্জনের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনের প্রথম ওহিই নাজিল হয়েছিল “ইকরা” (পড়ো) শব্দ দিয়ে। পাশাপাশি, রাসূলুল্লাহ ﷺ বলেন—”জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ।” (ইবনে মাজাহ: ২২৪)
অন্যদিকে, বিবাহও ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল ﷺ বলেন, “বিবাহ আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে বিমুখ হলো, সে আমার দলভুক্ত নয়।” (সহিহ বুখারী ও মুসলিম)
তাই কেউ যদি মনে করেন যে ইলম অর্জনের জন্য বিবাহ দেরি করা উচিত, তবে শাইখ উসায়মিন (রহ.) এর এই ফতোয়া আমাদের দেখিয়ে দেয় যে, সঠিক নিয়ত ও পারস্পরিক সহায়তা থাকলে বিবাহ ইলমের পথে বাধা নয়—বরং আল্লাহর রহমত।
আজকের সময়ে যারা মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা ইসলামি প্রতিষ্ঠানে ইলম অর্জনে নিয়োজিত—তাদের অনেকেই বিবাহকে ‘মনোযোগ নষ্টকারী’ বা ‘অতিরিক্ত বোঝা’ মনে করে থাকেন। কিন্তু যদি একজন তালিবে ইলম এমন সঙ্গী পায়, যে তার জীবনযাত্রাকে সহজ ও সুশৃঙ্খল করে তোলে—তবে সেটা ইলম অর্জনের গতিকে আরও গতিশীল করে। বিশেষজ্ঞদের মতে, মানসিক স্থিতি ও পারিবারিক সাপোর্ট একজন শিক্ষার্থীর সফলতায় বড় ভূমিকা রাখে। ইলম অর্জন এবং বিবাহ—দুটিই ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। একজন প্রকৃত মুমিন, যদি ইলম ও বিবাহকে একত্রে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তবে তার জীবনে কল্যাণই কল্যাণ।