প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ১০:৫০ এ.এম
বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র

ইরানে মার্কিন সামরিক হামলার পর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমবার (২৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, ইরানে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযান ঘিরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্টেট ডিপার্টমেন্ট। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্বব্যাপী এই বার্তা দেওয়া হয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
বিশেষত যেসব দেশে পূর্ব থেকেই মার্কিনবিরোধী মনোভাব বিদ্যমান, সেসব এলাকায় উত্তেজনা, অস্থিরতা কিংবা সহিংসতা বৃদ্ধির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এসব অঞ্চলগুলোর নাম স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অংশ, দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশ এবং ইউরোপের নির্দিষ্ট গোষ্ঠীগুলো এই উদ্বেগের আওতায় রয়েছে।
এদিকে, ইরান ও ইসরায়েলের সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ এবং ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে স্টেট ডিপার্টমেন্টের এই সতর্কবার্তা কেবল মার্কিন নাগরিকদের জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির দিকেও ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin