প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ১০:৪৭ এ.এম
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দিগ্বিদিক ছুটছে ইসরায়েলিরা

ইসরায়েলি সামরিক বাহিনীর উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মধ্য ও দক্ষিণ ইসরায়েলসহ জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে, যা আশপাশের জনগণকে আতঙ্কিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে ছোড়া হচ্ছে। এ হামলার কারণে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরেন বাজতে দেখা গেছে, যা ইরানের সম্প্রসারিত আগ্রাসনের প্রমাণ দেয়।
জেরুজালেমের নেসেট পার্লামেন্টের আইনপ্রণেতারা সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটে গেছেন। ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।
আইডিএফ সতর্ক করেছে, আগামী সময় আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানার সম্ভাবনা রয়েছে। মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে পারে যেকোনো মুহূর্তে, তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin