প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৮:০৭ এ.এম
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নামকরণ করা বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছিল। তালিকা পাঠানোর পর মন্ত্রণালয় নাম পরিবর্তন করে একটি নোটিশ দেয়, যা বরিশাল শিক্ষা বোর্ড থেকে জারি করা হয়েছে।
জারিকৃত নোটিশ থেকে জানা যায়, বরিশাল নগরীর আবদুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে কাউনিয়া সরকারি কলেজ রাখা হয়েছে।
আগৈলঝাড়ার আবদুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের নতুন নাম আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ।
মেহেন্দিগঞ্জে অবস্থিত দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয় এখন থেকে পরিচিত হবে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয় নামে।
পিরোজপুরের নাজিরপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নাজিরপুর সরকারি মহিলা কলেজ।
এছাড়া, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভোলা সরকারি মহিলা কলেজ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin