প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৭:৫৮ এ.এম
মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিরোজপুর শহরের তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।
সংশ্লিষ্টরা জানান, এ ক্যাম্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের চোখের চিকিৎসা, চোখের পাওয়ার নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন—তাদের বিদেশি লেন্স সংযোজনসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে রোগীদের বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসাকালীন থাকা-খাওয়ার ব্যবস্থাও ফ্রি দেওয়া হবে।
মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে মোহাম্মদ জহিরুল হক বলেন, “আমি যখন নিজের এলাকা ও আশপাশের প্রত্যন্ত অঞ্চলে যাই, তখন সাধারণ মানুষের কষ্ট, বিশেষ করে প্রবীণদের চোখের সমস্যাগুলো চোখে পড়ে। তাঁদের কথা চিন্তা করেই আমরা এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতে সদর উপজেলার অন্যান্য এলাকাতেও এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin