প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৭:৫১ এ.এম
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া সোমবার (২৩ জুন) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ষোল্লা ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তুহিনকে গ্রেপ্তার করে।
রবিউল হোসেন ভুঁইয়া জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
তুহিনকে গ্রেপ্তারের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তাকে আটক করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়তে হয়। এলাকার নারী-পুরুষ অনেকেই তাকে ঘিরে ফেলেন এবং তাকে নির্দোষ দাবি করে গ্রেপ্তার না করার অনুরোধ জানান।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, সাবিনা আক্তার তুহিন নিজেও তার সমর্থক ও উপস্থিত সাধারণ মানুষকে শান্ত থাকতে ও বাধা না দেওয়ার অনুরোধ করছেন।
তবে, কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে ডিবি এখনও বিস্তারিত কিছু জানায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin