প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৭:২১ এ.এম
চট্টগ্রাম বিভাগের কমিশনার ড.মোহাম্মদ জিয়াউদ্দিনের হাটহাজারীতে আগমন

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন সরকারি সফরে চট্টগ্রামের হাটহাজারীতে আগমন করেছেন। রবিবার (২২ জুন) সকালে তিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক মো. ইলিয়াসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তার সঙ্গে সফরসঙ্গী ছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এবং উপজেলা পিআইও নিয়াজ মোর্শেদ।
বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন ড. জিয়াউদ্দিন। তিনি ক্লাসরুম পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থাপনা এবং শিক্ষার মান পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, “তোমরা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে ভবিষ্যতে দেশ গঠনের নেতৃত্ব তোমরাই দেবে। আমি চাই তোমরা মানুষের মতো মানুষ হয়ে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।”
বিদ্যালয় পরিদর্শনের পর তিনি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।
ড. জিয়াউদ্দিনের এই সফরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতা ও উচ্ছ্বাস প্রকাশ করা হয়। তার সফরের মধ্য দিয়ে হাটহাজারীর শিক্ষা ও পরিবেশ সচেতনতার ক্ষেত্রে নতুন বার্তা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ড. মোহাম্মদ জিয়াউদ্দিন ২০২৪ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতায় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin