নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে ইশরাত জাহান শান্তা (১৭) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চলন্ত অবস্থায় বোরকার আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে দুর্ঘটনার শিকার হন তিনি।
রবিবার (২২ জুন) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের হিল্টন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্তা হাতিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক মো. আরিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শান্তা বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে হিল্টন রোডে পৌঁছালে তার পরনে থাকা বোরকার নিচের অংশ পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় আঁচল আটকে গিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন এবং চলন্ত মোটরসাইকেলের সঙ্গে প্রায় ২০-২৫ গজ দূর পর্যন্ত টেনে হিঁচড়ে যাওয়া অবস্থায় গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শান্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হচ্ছিল। তবে মেঘনা নদী পার হওয়ার আগেই পথে তার মৃত্যু হয়।
শান্তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ বা তথ্য দেয়নি।”
এদিকে এমন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা ও নিরাপদ মোটরসাইকেল চলাচলের ওপর জোর দিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, নারীদের পোশাক ব্যবস্থাপনায় সতর্কতা না থাকলে এমন মর্মান্তিক ঘটনা আরও বাড়তে পারে।