প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৭:১৫ এ.এম
গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে মামলার বাদীকে নিয়ে পিডির বৈঠকের অভিযোগ

গোপালগঞ্জে মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালকের (পিডি) কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী মিরাজুল ইসলামকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি দপ্তরে রাজনৈতিক পক্ষের ব্যক্তির উপস্থিতি ও আলাপচারিতাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।
গোপন সূত্রে জানা গেছে, রবিবার (২২ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের পিডি মো. খালিদুজ্জামানের অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন তারেক রহমানবিরোধী মামলার বাদী হিসেবে পরিচিত মিরাজুল ইসলাম। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে দুজনকে চা চক্রে অংশ নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈঠক চলাকালে 'স্বৈরাচারীর দোসরদের পুনর্বাসন'–সংক্রান্ত বিষয়ে কথাবার্তা হচ্ছিল। এ সময় কয়েকজন কর্মকর্তা বিষয়টি টের পেলে, তাদের এ আচরণে অস্বস্তি তৈরি হয়। পরে পিডি খালিদুজ্জামান নিজেই মিরাজুলকে অফিসের পেছনের দরজা দিয়ে বের করে দিতে সহযোগিতা করেন বলে অভিযোগ উঠে।
তবে এ অভিযোগ অস্বীকার করে পিডি মো. খালিদুজ্জামান সাংবাদিকদের বলেন, “মিরাজুল ইসলাম কে, আমি জানি না। সে আগের পিডির সময় আমাদের এখানে কোনো একটা কাজে যুক্ত ছিল। সেই কাজের ব্যাপারে জানতে এসেছিল। আমি এই প্রথম তাকে দেখলাম। সে মামলা করেছে বা রাজনৈতিক পরিচয় কী—এসব আমার জানা নেই।”
সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার সঙ্গে রাজনৈতিক মামলার বাদীর এমন বৈঠক স্বাভাবিকভাবে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, এটি সরাসরি কোনো পক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেও হতে পারে।
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম এবং তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই গোপালগঞ্জে এমন গোপন বৈঠকের ঘটনা সামনে এল।
এ ঘটনায় এখনো প্রশাসনের ঊর্ধ্বতন মহলের পক্ষ থেকে কোনো তদন্তের ঘোষণা আসেনি। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin