গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার (২২ জুন) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সরকারি গোপালগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর ওহিদ আলম লস্কার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ এবং জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক। এছাড়া গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক, হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন প্রকৌশলী ও উপজেলা নির্বাহীদের পাশাপাশি অন্যান্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ কার্যক্রমের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা প্রশাসকের নেতৃত্বে ‘জেলা সরকারি সড়ক পরিবহন পুল’-এর গাড়ি চালক, মেকানিক ও হেলপারদের জন্য পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই কর্মশালা জেলা ও উপজেলার বিভিন্ন কার্যালয়ে কর্মরত যানবাহন সংক্রান্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি যানবাহন ব্যবস্থাপনার উন্নতিতে সহায়ক হবে।
সভায় বক্তারা জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি ও বেসরকারি খাতে সমন্বয় বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সকল সরকারি বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এই মাসিক সভা স্থানীয় প্রশাসন ও জনগণের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।