ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা জজ আদালতের সামনে এই মানববন্ধনের আয়োজন করে শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা। কর্মসূচিতে বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালালেও আজও তাদের বিচার হয়নি। বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তৃতায় ক্ষোভ প্রকাশ করে শহীদ পরিবারের সদস্যরা বলেন, আমরা বিচার চাই—প্রতিশোধ নয়, তবে ন্যায়বিচার না পেলে রাজপথে নামতেই হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরীসহ বেশ কয়েকজন আইনজীবী ও ছাত্র সংগঠনের নেতারা।
সমাবেশে শহীদ মহিদুল ইসলামের ভাই শহিদুল ইসলাম ও শহীদ আতিকুল ইসলামের ভাই আব্দুল ওয়াদুদ বক্তব্য রাখেন। তাঁরা বলেন, একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, অথচ পরিবারগুলো বিচার পাচ্ছে না। দেশের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে।
বক্তারা আরও বলেন, অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে এই লড়াই চলবে। দেশে আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।