প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ১১:২২ এ.এম
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন উপদেষ্টা পরিষদে

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ।
রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়।
গত জুলাইয়ের অভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতায় এ বছর সংসদ ছাড়াই বাজেট প্রণয়ন ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলো। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবারের বাজেট উপস্থাপন করেন, যা স্বাভাবিক সময়ে সংসদে নির্বাচিত অর্থমন্ত্রীর মাধ্যমে উত্থাপিত হতো।
প্রস্তাবিত এই বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৯ জুন পর্যন্ত সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত নেওয়া হয়। এরপর প্রাপ্ত মতামত ও পর্যালোচনার ভিত্তিতে কিছু সংযোজন-বিয়োজন করে চূড়ান্ত খসড়া তৈরি করে মন্ত্রণালয়। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই খসড়া উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
সংসদ না থাকায় এবার বাজেট নিয়ে সংসদীয় বিতর্ক কিংবা সংশোধনী প্রস্তাবের কোনো সুযোগ নেই। সাধারণত নির্বাচিত সরকারের অধীনে বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হতো এবং পুরো মাসজুড়ে সেটি নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে পাস হতো জুনের শেষ দিকে। তবে এবারের বাজেট প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইনে মতামত গ্রহণের পন্থা অবলম্বন করে অর্থ মন্ত্রণালয়।
উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আগামী ১ জুলাই থেকে অধ্যাদেশ আকারে এই বাজেট কার্যকর করা হবে। এ লক্ষ্যে আজই দুটি অধ্যাদেশ জারি করার কথা রয়েছে—একটি বরাদ্দসংক্রান্ত এবং অপরটি শুল্ক ও করসংক্রান্ত।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin