প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ৯:০৬ এ.এম
ইরানে মার্কিন হামলায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২২ জুন) এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে।
বিবৃতিতে সৌদি সরকার জানায়, “ইরানের ওপর মার্কিন হামলা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি আরব।”
এর আগে ১৩ জুন দেওয়া আরেক বিবৃতিতেও রিয়াদ স্পষ্টভাবে জানায়, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো ঘটনা তারা নিন্দা ও প্রতিবাদ জানায়।
সাম্প্রতিক এই বিবৃতিতে সৌদি আরব আরও জানায়, বর্তমান পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, সে জন্য সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে হবে। উত্তেজনা প্রশমনে রাজনৈতিক পথেই সমাধান খোঁজার ওপর জোর দেয় দেশটি। পাশাপাশি রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায়।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে সৌদি আরব প্রকাশ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিল। এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করে সৌদি কর্তৃপক্ষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin