প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ৮:৩০ এ.এম
থানায় প্রশ্নপত্র খোলা অবস্থায়, রাজশাহী বোর্ডে চাঞ্চল্য!

নওগাঁ জেলার ধামইরহাট থানার ভল্টে সিলগালা ভাঙা অবস্থায় রাখা এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র (বিষয় কোড ৩০৫) খোলা অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে প্রশ্নপত্রটি বাতিল করে রাজশাহী শিক্ষা বোর্ড।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। তিনি জানান, “ইতিহাস দ্বিতীয় পত্র বাতিল করা হয়েছে। এখন লটারির মাধ্যমে পরীক্ষার দিন নতুন প্রশ্ন নির্ধারণ করে পরীক্ষা নেওয়া হবে।” তবে পূর্বঘোষিত সময় অনুযায়ী ২৬ জুন থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে বিকল্প প্রশ্নসেট রাখা আছে এবং নতুনভাবে তৈরি করা প্রশ্নপত্র দ্রুত কেন্দ্রে পাঠানো হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin