জীবনের নানা টানাপোড়েনে মানুষ কখনো পড়ে দুশ্চিন্তায়, কখনো হতাশায়। অনেক সময় ঋণের চাপ বা মানুষের নিপীড়ন এতটাই ভারী হয়ে ওঠে যে মন ও মস্তিষ্ক অবসন্ন হয়ে পড়ে।
অথচ আমাদের প্রিয়নবি মুহাম্মদ ﷺ এমন এক দোয়া শিখিয়ে গেছেন, যা এসব সংকটময় মুহূর্তে হতে পারে আত্মার আশ্রয়, হৃদয়ের প্রশান্তি।
যে দোয়াটি প্রিয়নবি ﷺ নিজে পড়তেন
একবার রাসুলুল্লাহ ﷺ এক চিন্তিত সাহাবিকে জিজ্ঞাসা করলেন,
“তুমি কি এমন একটি দোয়া শিখতে চাও, যা তোমার দুশ্চিন্তা দূর করবে এবং ঋণ থেকে মুক্তি দেবে?”