নড়াইলে পানিতে ডুবে ২ মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি নতুন কাটা পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়দের সহায়তায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর নাম আফিয়া (১৩) ও মিম (৯)। আফিয়া শহিদ ফকিরের মেয়ে এবং মিম আল-আমীনের মেয়ে। তারা দুজনই স্থানীয় শম্ভুডঙ্গা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি সদস্য রানি বেগম জানান, ঘটনার সময় আফিয়া মায়ের কাছে হাঁসের মাংস খেতে চায়। তার মা তখন হাঁস আনার জন্য মামাবাড়িতে যান। সেই ফাঁকে বাড়ির আশেপাশে কাজ করছিলেন মিমের মা। পরিবারের অজান্তে দুই শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ না ফিরে আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নতুন কাটা পুকুরের পানিতে তাদের অচেতন দেহ ভাসতে দেখা যায়।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় পানিতে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়দের মতে, এলাকাটিতে সম্প্রতি নতুন একটি পুকুর খনন করা হয়েছে, যেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। শিশুরা ওই পুকুরের গভীরতা বুঝতে না পেরে পানিতে তলিয়ে যেতে পারে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই মেধাবী ছাত্রীর এমন মৃত্যুতে বেদনায় ভেঙে পড়েছে পরিবার ও প্রতিবেশীরা।