প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ১:৩৮ পি.এম
ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে রাশিয়া।
বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার প্রশ্নে, যেকোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মস্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, বুধবার (১৮ জুন) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মার্কিন কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা প্রদান কিংবা এমন কোনো ‘সম্ভাব্য বিকল্প’ বিবেচনার বিষয়টিও এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক। তার ভাষায়, “এটি এমন একটি পদক্ষেপ হবে, যা গোটা পরিস্থিতিকে ভয়াবহভাবে অস্থিতিশীল করে তুলবে।”
এর আগেই মার্কিন অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার মতো একাধিক পরিকল্পনা বিবেচনায় রেখেছেন।
এছাড়া মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়ে বলেন, “আমরা তাকে বের করব না, অন্তত এখনই নয়।”
এই উত্তপ্ত প্রেক্ষাপটে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রীর কড়া সতর্কবার্তা সামনে এলো।
এদিকে ভিন্ন এক মন্তব্যে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন বলেন, ইরান-ইসরায়েল পরিস্থিতি বর্তমানে ‘সংকটজনক’ স্তরে পৌঁছেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin