মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। বৃষ্টিকে উপেক্ষা করে গোপালগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ জুন) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী, কাপড়পট্টি, গেঞ্জিপট্টিসহ আশপাশের এলাকায় দোকান ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু, বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি উপজেলা কৃষক দলের আহবায়ক চৌধুরি মঞ্জুরুল ইসলাম, কোকো ক্রিড়া পরিষদের আহ্বায়ক জুবায়ের হোসেন, পৌর কৃষক দলের আহবায়ক শেখ এমদাদুল হক মিটু, সদর থানা কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ হান্নান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু বলেন, “একটি পুকুর খননের আগে যেমন মাটি সরাতে হয়, তেমনি গোপালগঞ্জে আমরা খাদের কিনারা থেকে জাতিকে টেনে তুলতে ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। আমরা আদর্শের রাজনীতি করি। সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের আমাদের দলে স্থান নেই।”
তিনি আরও বলেন, “একদিন না একদিন এই গোপালগঞ্জের মাটিতে বিএনপি সফল হবে। মানুষকে বিভ্রান্তির পথ থেকে সঠিক পথে আনতেই আমরা রাজনীতি করছি।”
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, “যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে দখল করে রেখেছিল, তখন তারেক রহমান প্রথমে ২৩ দফা এবং পরে ২৭ দফা কর্মসূচি দেন। সর্বশেষ, ৫ আগস্ট সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ ৩১ দফা ঘোষণা করা হয়।”
তিনি বলেন, “এই ৩১ দফা শুধুই বিএনপির ইশতেহার নয়—এটি জাতির মুক্তির সনদ। বর্তমান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের পর একটি নতুন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ার দিকনির্দেশনা রয়েছে এতে।”
প্রসঙ্গত, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে রয়েছে—বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, ভোটাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করা ও জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। সারাদেশে এ কর্মসূচির প্রচার চালাচ্ছে বিএনপি।