প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ১:০৮ পি.এম
যুক্তরাষ্ট্রকে ইরানের তিনটি কড়া বার্তা দিলেন খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, খামেনির বক্তব্যে মূলত যুক্তরাষ্ট্রের প্রতি তিনটি স্পষ্ট বার্তা ছিল।
প্রথমত, তিনি বলেন—ইরান যখন পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখনই ইসরায়েলের প্রথম দফার হামলা হয়। অথচ তখন ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি।
দ্বিতীয়ত, খামেনি হুঁশিয়ার করে বলেন—ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যদি আমেরিকা সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে এর জবাবে ইরান এমন পাল্টা আঘাত হানবে, যার পরিণতি হবে "অপূরণীয়"।
তৃতীয়ত, তিনি বলেন—এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াই প্রমাণ করে, ইসরায়েল এখন দুর্বলতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ভাষণের শেষদিকে খামেনি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সাধারণ ইরানিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সূত্র: আল জাজিরা
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin