রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য সরকার ঘোষিত “ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৮ জুন) ইউনিয়নের খাদ্য গুদাম থেকে এই চাল বিতরণ করা হয়। এদিন চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। তিনি নিজে উপস্থিত থেকে ৩২২ জন নারী উপকারভোগীর হাতে চাল তুলে দেন।
প্রতিটি পরিবারকে পাঁচ মাসের জন্য (জানুয়ারি থেকে মে) মোট ১৫০ কেজি করে চাল দেওয়া হয়। চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, মোট ৬০০ নারী উপকারভোগীর মধ্যে প্রথম দিনে ৩২২ জনকে চাল দেওয়া হয়েছে এবং পরবর্তী দিন বাকী ২৭৮ পরিবারকে একই পরিমাণ চাল বিতরণ করা হবে।
চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, ফারুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, এবং ওয়ার্ড সদস্য যতীন তঞ্চঙ্গ্যা।
চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন, “সরকারের এই মানবিক উদ্যোগ ফারুয়া ইউনিয়নের অসহায় নারীদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই, প্রতিটি উপকারভোগী যেন সময়মতো সেবা পান এবং কোনো হয়রানি ছাড়াই খাদ্য সহায়তা গ্রহণ করতে পারেন।”
উল্লেখ্য, ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচি বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বলয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে দরিদ্র ও একক নারীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে পাহাড়ি এলাকায় এই সহায়তা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিতরণ কার্যক্রমে সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি নারীকে যথাযথ পদ্ধতিতে চাল হস্তান্তর করা হয়।