প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ৯:৩৩ এ.এম
মাঠে স্ত্রীর মরদেহ, গাছে ঝুলছিল স্বামীর লাশ: বেনাপোলে রহস্যজনক মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে বাড়ির উঠানে আমড়া গাছ থেকে স্বামী মনিরুজ্জামান (৫২)-এর ঝুলন্ত মরদেহ ও পাশের মাঠ থেকে স্ত্রী রেহেনা খাতুন (৪৫)-এর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামান স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতদের পরিবারের সদস্যদের দাবি, এ দু’জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং তার স্ত্রী রেহেনা খাতুন একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, মনিরুজ্জামানের মরদেহ তার বাড়ির উঠানের আমড়া গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী রেহেনার মরদেহ বাড়ির উত্তর পাশের মাঠ থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন ওসি রাসেল মিয়া।
প্রতিবেদক- জাকির হোসাইন,শার্শা, যশোর।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin