দেশে একটি সুস্থ ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “জুলাই বিপ্লবের ছাত্র-জনতার ত্যাগ-তিতিক্ষার ফসল ধরে রাখতে হলে ফ্যাসিবাদী শক্তির বিচার এবং প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
শুক্রবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয় (বিআইএ মিলনায়তন), দেওয়ান বাজারে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশে গঠনমূলক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার সময় এখনই। সংকট নিরসনে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা জরুরি। বিভাজনের রাজনীতির বদলে আমাদের দরকার ঐক্য ও ইতিবাচক কর্মপন্থা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আব্দুল হালিম এবং মাওলানা মুহাম্মদ শাহজাহান।
দায়িত্বশীল সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এ সময় বক্তারা বলেন, “দেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা বিরাজ করছে, তা দূর করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। দেশের জন্য মঙ্গল বয়ে আনতে হলে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক নেতৃত্বকে।”