ফরিদপুর শহরের কমলাপুর তেঁতুলতলার এক সম্ভ্রান্ত, বিত্তশালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার গাজী সালাহ উদ্দীন (জং-গী)। ব্রিটিশ পিরিয়ড থেকে ফরিদপুর জেলা শহরে তাদের পরিবার ছিল ঐতিহ্যবাহী বনেদী পরিবারগুলোর মধ্যে অন্যতম।
আজও তাদের পরিবার শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার ঐতিহ্যে সমৃদ্ধ। তার পিতা মো. শাখাওয়াত হোসেন ছিলেন জেলার খ্যাতিমান ক্রীড়াবিদ ও সংগঠক। তার পিতামহ (দাদা) খান সাহেব দলিল উদ্দিন আহম্মদ ব্রিটিশ পিরিয়ডে একজন ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর ছিলেন।
ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (জং-গী) একজন সফল আবাসন ব্যবসায়ী। তিনি রাজনৈতিক জীবনের সূচনা করেন ছাত্ররাজনীতি দিয়ে। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত ভিপি ছিলেন। ১৯৭৮-৭৯ সালে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন, যা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আছে।
ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় তিনি যুব ও মূলধারার রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। ফরিদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি পরপর দুইবার দায়িত্ব পালন করেন। একইসাথে তিনি ফরিদপুর জেলা IDEB (ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ)-এর সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে মোট ৮ বছর দায়িত্বে ছিলেন।
রাজনৈতিক আদর্শে ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (জং-গী) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী চেতনার লড়াকু সৈনিক। নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের সময় তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি সরকারের সাবেক স্বাস্থ্য মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
আশির দশকে বিএনপির দু:সময়ে নিজের পকেটের টাকা খরচ করে তিনি দল চালিয়েছেন। বিএনপির ঐ দুর্দিনে ফরিদপুরে যে কয়জন উল্লেখযোগ্য নেতা ছিলেন তাদের মধ্যে অন্যতম ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (জং-গী)। তিনি সারা জীবন লুটপাট, দখলবাজ ও সুবিধাবাদী রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি বিএনপির মূলধারার একজন রাজনীতিক এবং মা-মাটি-মানুষের নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত।
ফরিদপুর জেলার রাজনীতিতে ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (জং-গী) সবসময় স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী ছিলেন। রাজনীতির পাশাপাশি কর্মজীবনে তিনি একজন সফল আবাসন ব্যবসায়ী। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে সাধারণ মানুষের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক এবং ব্যাপক জনপ্রিয়তা। তাইতো দলমত নির্বিশেষে বরাবরই ফরিদপুরবাসীর আস্থা ও সমর্থনের প্রতীক হয়ে আছেন ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (জং-গী) ও তার পরিবার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর – ২ (সদর) আসনে তাকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে দেখতে চায় ফরিদপুরবাসী।