প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ২:১৮ পি.এম
ঈদের চতুর্থ দিনে পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

ঈদের চতুর্থ দিনে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি খ্যাত সাগর কন্যা কুয়াকাটা।
আগত পর্যটকরা পুরো সৈকত জুড়ে ঈদ উৎসবে মেতেছেন। তীব্র গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউবা আবার বিভিন্ন বাহনে চড়ে তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও কাঁকড়ার চর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। অনেকেই সমুদ্র পথে ট্যুরিস্ট বোট স্পিড বোট এর মাধ্যমে ভ্রমন করছেন বিভিন্ন বন ও দ্বীপ।
পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটা ৯০ শতাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা।
প্রতিবেদক: জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin