সজীব খান, শিবচর, মাদারীপুর।। মাদারীপুরের শিবচরে ঈদ-উল-আযহা পরবর্তী এক বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র শিবচর পৌর শাখা। সোমবার (৯ জুন ২০২৫) সকাল ৭টার দিকে সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর পৌর জামায়াতের আমির ডা. বেলায়েত হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক পৌর সেক্রেটারি ও উপজেলা শিবিরের সাবেক সভাপতি জহির রায়হান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা মজলিসে শূরা সদস্য, শিবচর উপজেলা আমীর সারোয়ার হোসাইন মৃধা। তিনি তার বক্তব্যে বলেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন জাতির জন্য কল্যাণকর নয়। জামায়াতে ইসলামী একটি চাঁদাবাজ-মুক্ত কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিটভিত্তিক প্রস্তুতি শুরু হয়েছে।”
তিনি আরো জানান, জামায়াত একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চায়, যেখানে ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মুজিবুর রহমান শিকদার, পৌর জামায়াতের সাবেক আমীর প্রফেসর আবদুল আজিজ খান, বর্তমান সেক্রেটারি প্রফেসর ইমদাদুল হক মিলন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক খসরুল আলোম, এবং ইসলামী সংগীতশিল্পী মাওলানা গিয়াসউদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি শরীয়তপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল বাসার আকন বলেন, “বাংলাদেশ শহীদ তিতুমীরের ভূমি। বাতিল শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। দেশের প্রতিটি দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের আন্দোলন থেমে থাকবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচরের বিভিন্ন পর্যায়ের জামায়াত ও শিবির নেতারা। সমাবেশ শেষে সভাপতির বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।