মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে, নালিতাবাড়ীতে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় দুই গ্রামে আগাম ঈদুল আযহা পালিত হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এসব গ্রামে পবিত্র ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জামায়াতে এক’শ থেকে দুই’শ মুসল্লী অংশগ্রহণ করেন।
এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন। জামায়াতের স্থান গুলো হলো, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া গ্রাম।
মুসল্লিরা বলেন, শেরপুরে কয়েকটি গ্রামের আংশিক মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুইটি ঈদ উদযাপন করে আসছি। গ্রামের বাকিরা আগামীকাল পবিত্র ঈদের নামাজ আদায় ও ঈদ পালন করবেন।
বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা পালন করে থাকে। মুসুল্লীদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।