প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৫, ৮:৩৫ এ.এম
চাদের কড়া জবাব: আজ থেকে মার্কিনদের জন্য সীমান্ত সম্পূর্ণ বন্ধ!

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার প্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশ চাদ। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদান।
বৃহস্পতিবার (৫ জুন) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় চাদের নাম অন্তর্ভুক্ত করায় আমেরিকান নাগরিকদের ভিসা প্রদান স্থগিতের নির্দেশ দিয়েছি। আমাদের কাছে বিলিয়ন ডলারের বিমান না থাকলেও, রয়েছে মর্যাদা ও গর্ব।”
এই বক্তব্যের মাধ্যমে ডেবি কৌশলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফর এবং একটি বিলাসবহুল বিমানের উপহার গ্রহণের প্রসঙ্গ টানেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করছে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ১২টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে চাদও রয়েছে। চাদ সরকার মনে করছে, এই নিষেধাজ্ঞা তাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।
বিশ্লেষকদের মতে, চাদের এ সিদ্ধান্তে ওয়াশিংটন ও এনজামেনার মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin