‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের মাদারীপুর জেলার শিবচর উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এখলাছ উদ্দিন চুন্নুকে সভাপতি এবং এস. এম. দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
মোসলেহ আলম চৌধুরী, আবুল খায়ের খান, শাহাদাৎ হোসেন মুন্না, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, শেখ ফিরোজ, কাজী ওয়াহীদুজ্জামান, মো. সোহাগ কাজী, মো. হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম রাজা।
বসুন্ধরা শুভসংঘ দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পথশিশুদের শিক্ষাসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।